Indian Share Market | পহেলগাঁও হামলার প্রভাব শেয়ার বাজারে! পড়লো সেনসেক্স-নিফটি, ১০ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা!

বেলা বাড়তেই প্রায় ১২০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক। নিফটিও পড়ে যায় প্রায় ৪০০ পয়েন্ট।
পহেলগাঁও হামলার পর যুদ্ধের মেঘ ঘনাচ্ছে দেশে। সেই আবহেই এবার শেয়ার বাজারে পড়লো জোরালো প্রভাব। হাজার পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্স। আজ, শুক্রবার বাজার খোলার পর প্রায় ৩০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। কিন্তু বেলা বাড়তেই প্রায় ১২০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক। নিফটিও পড়ে যায় প্রায় ৪০০ পয়েন্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। প্রায় তিন শতাংশ কমে গিয়েছে তাদের শেয়ারের মূল্য। সবমিলিয়ে ভারতের বাজারে অন্তত ১০ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা।