Oscar | অস্কারের দৌড়ে নাম সরে গেলো ইমন চক্রবর্তীর গাওয়া ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’র

Wednesday, December 18 2024, 12:14 pm
Oscar | অস্কারের দৌড়ে নাম সরে গেলো ইমন চক্রবর্তীর গাওয়া  ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’র
highlightKey Highlights

এই প্রথম কোনও বাংলা গান অস্কারে তালিকায় এসেছিল। এমনকি পুতুল ছবির পরিচালক জানান, অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়। 'পুতুল' এর জন্য কোনও ক্যাম্পেনই করা হয়নি।


অস্কারের দৌড়ে নাম সরে গেলো ইমন চক্রবর্তীর গাওয়া গান ‘ইতি মা’। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির এই গান শেষমেশ জায়গা করে নিতে পারল না সেরা ১৫এর তালিকায়। অস্কারের নমিনিতে উঠেছিল বাঙালি গায়িকা ইমনের গাওয়া গান। এরপরই উচ্ছাস ফেটে পরে সর্বত্র। কারণ এই প্রথম কোনও বাংলা গান অস্কারে তালিকায় এসেছিল। এমনকি পুতুল ছবির পরিচালক জানান, অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়। 'পুতুল' এর জন্য কোনও ক্যাম্পেনই করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File