Green Card | গ্রিন কার্ড থাকলেও চিরকাল থাকা যাবে না আমেরিকায়, জানালেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকতে পারবেন না অভিবাসীরা। এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
গদিতে বসেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হবে। এদিন এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, গ্রিন কার্ড থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকতে পারবেন না অভিবাসীরা। এই গ্রিন কার্ডকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়। এটি ভারতীয় সহ বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। মার্কিন নাগরিকত্ব পেতে হলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনতে হবে ‘গোল্ড কার্ড’। এই কার্ডে গ্রিন কার্ডেরও সুবিধা মিলবে।