Birupaksha Biswas | 'রাজ্য শাখা সাসপেন্ড করতে পারে না'..বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন প্রত্যাহার করলো IMA

Thursday, December 5 2024, 2:05 pm
highlightKey Highlights

আইএমএর তরফে সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়ে জানালেন, তাঁদের রাজ্যশাখার এক্তিয়ার নেই কাউকে সাপপেন্ড করার।


চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন প্রত্যাহার করলো IMA। আরজিকর কাণ্ডের আবহে ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসে। এরপরই ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল তথা IMA এর রাজ্য শাখা তাকে সাসপেন্ড করে। কিন্তু এবার আইএমএর তরফে সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়ে জানালেন, তাঁদের রাজ্যশাখার এক্তিয়ার নেই কাউকে সাপপেন্ড করার। সেখানেই বিরূপাক্ষের সাসপেনশন প্রত্যাহারের কথা বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File