RG Kar | “আমাকে ফাঁসানো হচ্ছে! ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে”! মন্তব্য আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের
Monday, November 4 2024, 10:43 am
 Key Highlights
Key Highlightsআরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন।
সোমবার আরজিকর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারায় গঠিত হয় চার্জ। আগামী ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে বলে খবর। ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল সিবিআই। তবে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন ধৃত সিভিক ভলান্টিয়র। এমনকি সাংবাদিকদের সামনে সঞ্জয় বলে ওঠেন, ‘সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।’
-  Related topics - 
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সিবিআই
- শহর কলকাতা
- ক্রাইম

 
 