Kolkata Derby | এবারের কলকাতা লিগের সূচি ঘোষণা করল IFA, জুলাইয়েই শুরু হবে ম্যাচ

Friday, June 20 2025, 4:20 am
Kolkata Derby | এবারের কলকাতা লিগের সূচি ঘোষণা করল IFA, জুলাইয়েই শুরু হবে ম্যাচ
highlightKey Highlights

এ বছরের কলকাতা লিগের সূচি ঘোষণা করল আইএফএ। প্রাথমিক ভাবে সাতটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ।


IFA ঘোষণা করেছে, ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। প্রাথমিক ভাবে ২০ জুলাই পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গলের সূচি: ২৭ জুন, মেসারার্স, নৈহাটি/৩ জুলাই, সুরুচি সংঘ/ ৮ জুলাই, বেহালা এসএস/১২ জুলাই, কাস্টমস/১৫ জুলাই, পাঠচক্র/১৯ জুলাই, মোহনবাগান। মোহনবাগানের সূচি: ৩০ জুন, পুলিশ এসি, নৈহাটি/৩ জুলাই, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন/৭ জুলাই, রেলওয়ে এফসি/১১ জুলাই, জর্জ টেলিগ্রাফ/১৬ জুলাই, কালীঘাট মিলন সংঘ/১৯ জুলাই, ইস্টবেঙ্গল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File