LPG | রান্নার গ্যাস সরবরাহ বন্ধ হলে কত দিন টানতে পারবে ভারত? কত মজুত রয়েছে LPG?
Tuesday, June 24 2025, 5:41 am
Key Highlightsযদি LPGর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে ভারতের LPG সংরক্ষণের ক্ষমতা রয়েছে মাত্র ১৫ থেকে ১৬ দিনের।
তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৩৩ কোটি পরিবার LPG সিলিন্ডার ব্যবহার করে। তবে LPGর ক্ষেত্রে ভারত অনেকটাই বিদেশের উপরে নির্ভরশীল। প্রতি তিনটি সিলিন্ডারের মধ্যে দুটি সিলিন্ডারেরই গ্যাস আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতারের মতো মধ্য প্রাচ্যের দেশ থেকে। সেক্ষেত্রে যদি LPGর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে ভারতের LPG সংরক্ষণের ক্ষমতা রয়েছে মাত্র ১৫ থেকে ১৬ দিনের। ভারতে মোট এলপিজি ট্যাঙ্কেজ প্রায় ১১৮৯.৭ টিএমটি, যা প্রায় ১৫ দিনের চাহিদা পূরণ করতে পারবে।
-  Related topics - 
 - দেশ
 - ভারত
 - এলপিজি
 - রান্নার গ্যাস
 - গ্যাস সিলিন্ডার
 

 