R G Kar | ‘৫টার মধ্যে দাবি না মানলে আন্দোলন আরও জোরাল হবে’, করুণাময়ী চত্বরে বাড়ছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভিড়
মঙ্গলবার দুপুর থেকেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভিড় বাড়তে শুরু করে করুণাময়ী চত্বরে। রণসজ্জা সাজিয়ে প্রস্তুত রয়েছে পুলিশও।
'সময় বেঁধে' দিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে পাল্টা রাজ্য সরকারকে 'ডেডলাইন' দিয়ে ৫ দফার দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন তারা। মঙ্গলবার দুপুর থেকেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভিড় বাড়তে শুরু করে করুণাময়ী চত্বরে। রণসজ্জা সাজিয়ে প্রস্তুত রয়েছে পুলিশও। এক জুনিয়র চিকিৎসক বলেন, “৫টার মধ্যে যদি হেলথ সেক্রেটাররি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ আমাদের যে দাবি রয়েছে তা মানা না হলে আন্দোলন আরও জোরাল হবে।”