Swiggy | আইপিএলে কোহলি ছক্কা মারলেই মিলবে দুরন্ত ছাড়! ঘোষণা ফুড ডেলিভারি অ্যাপ Swiggy-র

আইপিএলের মরশুমে দুরন্ত অফার নিয়ে হাজির ফুড ডেলিভারি অ্যাপ Swiggy। কোহলিরা ছক্কা হাঁকানোর মুহূর্তেই অ্যাপে চালু হচ্ছে বিশেষ অফার।
আইপিএলের মরশুমে দুর্দান্ত অফার দিচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ Swiggy। এবার লাইভ ম্যাচে খেলা শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত চলবে এই অফারটি। ওই সময়ের মধ্যে কোনো ব্যাটসম্যান যদি ছক্কা মারে তবে অ্যাপে খাবার অর্ডার করলে ৬৬ শতাংশ ছাড় মিলবে। ছাড় পাওয়ার নিয়মগুলি হলো: ১) লাইভ ম্যাচে নজর রাখতে হবে। ২) ছক্কা মারলেই সুইগি অ্যাপে দেখা যাবে ‘Swiggy Sixes’ ব্যানার। ব্যানারে ক্লিক করে অর্ডার দিলেই মিলবে ৬৬ শতাংশ ছাড়। তবে চটপট অর্ডার করতে হবে কারণ এই অফারটি কতক্ষন চলবে জানায়নি কতৃপক্ষ।
- Related topics -
- দেশ
- সুইগি
- ফুড ডেলিভারি
- খাদ্য
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫