খেলাধুলা

IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?

IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ  পাকা করতে পারবে কেকেআর?
Key Highlights

গত কয়েক দিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার ম্যাচের আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ।

আজ, শনিবারের ম্যাচ জিততে পারলেই চলতি আইপিএল প্লেঅফ (ipl playoffs) নিশ্চিত হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সদের। তবে এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আজ, ১১ই মে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে (Eden Gardens) মুম্বই বনাম কেকেআর ম্যাচ (kkr match)। তবে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে শহরে। সারাদিন ধরেই মেঘলা আকাশ। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, আদৌ ম্যাচ হবে তো?মুম্বই ইন্ডিয়ান্স আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে ম্যাচ বাতিল হলে পয়েন্টের দিক থেকে কি কোনও ক্ষতি হবে কেকেআরের? 

 চলতি আইপিএলে আপাতত কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, দু’দল রয়েছে ১৬ পয়েন্টে। নেট রানরেটে শীর্ষে কেকেআর। দু’দলেরই বাকি তিনটি করে ম্যাচ। কেকেআরের খেলা রয়েছে শনিবার এবং রাজস্থানের রবিবার। অর্থাৎ, আগে আইপিএল প্লেঅফ (ipl playoffs) পাকা করার সুযোগ রয়েছে কেকেআরের। দু’দলেরই একটি করে ম্যাচ জিতলেই প্রথম চার নিশ্চিত হয়ে যাবে। যদি তারা কোনও কারণে ১ পয়েন্টও পায় তা হলেও প্লে-অফ নিশ্চিত। কিন্তু এদিকে যে সঙ্গ দিচ্ছে না আবহাওয়া। গত কয়েক দিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ইডেনে প্র্যাক্টিসের কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দু-দলেরই। কিন্তু আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে প্র্যাক্টিস বাতিল করতে হয়। শুক্রবার অর্থাৎ ম্যাচের আগের দিন প্রস্তুতি সেরেছে দু-দল। সেন্টার পিচ বেশির ভাগ সময়ই ঢাকা ছিল। আজ ম্যাচের আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝড়েরও। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হলে, ম্যাচ করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কেকেআরের কী হবে?

আইপিএল ২০২৪-র খবর (ipl 2024 news) অনুযায়ী, যদি বৃষ্টির কারণে শনিবার মুম্বই-কেকেআর ম্যাচ (kkr match) ভেস্তে যায় তা হলেও ১ পয়েন্ট পেয়ে প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। কারণ, শনিবার খেলা ভেস্তে গেলে ১২ ম্যাচে কলকাতার পয়েন্ট হবে ১৭। রাজস্থানের পয়েন্ট ১৬। তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১৪। চার নম্বরে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১২। আইপিএল ২০২৪-র খবর (ipl 2024 news) অনুযায়ী,কেকেআর বাদে প্রথম চারে থাকা বাকি তিনটি দলেরই সুযোগ রয়েছে ১৬-র বেশি পয়েন্টে শেষ করার। রাজস্থান সর্বোচ্চ ২২ পয়েন্ট পেতে পারে। হায়দরাবাদ ও চেন্নাই সর্বাধিক ১৮ পয়েন্টে শেষ করতে পারে।

কিন্তু পয়েন্ট তালিকার বাকি ছ’টি দল ১৬ পয়েন্টের বেশি পেতে পারবে না। দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ ম্যাচে ১২। তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে শেষ করতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১০। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে শেষ করতে পারবে। গুজরাত টাইটান্সের পয়েন্ট ১১ ম্যাচে ৮। সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে। ফলে কেকেআর যদি শনিবারের পরে তাদের বাকি দুই ম্যাচ হারে তার পরেও তারা ১৭ পয়েন্টে শেষ করবে। তার পরেও তিনটি দলই তাদের থেকে উপরে শেষ করতে পারবে। সে ক্ষেত্রেও চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা। অর্থাৎ, শনিবার ইডেনে ১ পয়েন্ট পেলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা নাইট রাইডার্স।


R G Kar | সেমিনার রুমে মেলেইনি 'তিলোত্তমা' ও সঞ্জয়ের পায়ের ছাপ? দু’টি সম্ভাবনা থাকতে পারে বলে অনুমান সিবিআইয়ের
R G Kar | 'চাপ দেওয়া হয়েছিল', পুলিশের টাকার দেওয়ার প্রস্তাব নিয়ে মুখ খুললেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা
ED | সাউথ পয়েন্টে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত অভিযান, দুর্নীতির পরিমাণ ১০০ কোটি ছাপিয়ে যেতে পারে বলে অনুমান
Lalbazar Abhijan | ' ফুল হাতে এসেছিলাম আর ওরা ওয়েলকাম করতে ব্যারিকেড করে দিয়েছে', লালবাজার অভিযানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
আরজি কর কান্ড-কলকাতা 'সিটি অব জয়' না 'সিটি অব ভয়'? প্রশ্ন জনতার । ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar