IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
২২সে মার্চ শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর। বর্তমানে ২০২৪ আইপিএল দলের প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ। প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন দল আইপিএল থেকে ছিটকে যাবে।
প্রায় শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭তম আসর। ২২সে মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। বর্তমানে ২০২৪ আইপিএল দল (2024 ipl team) এর প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ। প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন দল আইপিএল থেকে ছিটকে যাবে। বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ফলে ৩ ম্যাচ আগেই কার্যত পাকা আইপিএল প্লেঅফ (ipl playoffs) এর টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত। এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে এখনও পর্যন্ত কোন দল কোথায়?
আইপিএলের অর্ধেক ম্যাচ শেষে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। তবে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজয়ের স্বাদ দিয়ে রাজত্ব ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। সবমিলিয়ে জমজমাট আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। প্লে-অফে উঠতে ১০ দলের সামনে এখন আলাদা আলাদা সমীকরণ। আইপিএল ২০২৪-র খবর (ipl 2024 news) অনুযায়ী, চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না। মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে আইপিএল প্লেঅফ (ipl playoffs)-এ যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।
কলকাতা নাইট রাইডার্স : ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের রাজত্ব করছে দু'বারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। বাকি তিন ম্যাচে মুম্বাই, পঞ্জাব ও রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে তারা। এর মধ্যে যেকোনো এক ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্ট হবে তাদের। আর নেট রানরেটে (১ দশমিক ৪৫৩) এগিয়ে থাকায় তাদের সামনে প্লে-অফের সহজ সমীকরণ। তাই নিশ্চিতভাবে বলা যায়, এক ম্যাচে জয় পেলেই শেষ চারে উঠে যাবে কলকাতা। আইপিএল ২০২৪-র খবর (ipl 2024 news) অনুযায়ী, শুধু প্লে-অফই না, সেরা দুইয়ে থাকার সুযোগও আছে কেকেআরের। এর জন্য অনন্ত দুটি ম্যাচে জিততেই হবে শ্রেয়াস আইয়ারদের। সেই সঙ্গে হায়দরাবাদের একটি ম্যাচে হারের প্রত্যাশাও করতে হবে কলকাতা শিবিরকে। আর তিন ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ২২। সেক্ষেত্রে আর কোনো সমীকরণই মেলাতে হবে না।
রাজস্থান রয়্যালস : কলকাতা থেকে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে নেট রানরেটে (০ দশমিক ৬২২) পিছিয়ে টেবিলের দুইয়ে রাজস্থান। নিজেদের পরের ম্যাচে দিল্লি, চেন্নাই, পাঞ্জাব ও কলকাতার বিপক্ষে খেলবে এই ২০২৪ আইপিএল দল (2024 ipl team)। কেকেআরের মতো যেকোনো একটি ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত তাদের। আর ৪ ম্যাচের মধ্যে যেকোনো তিনটিতে জিতলেই সেরা দুইয়ে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করবে সাঞ্জু স্যামসনরা। এক্ষেত্রে কলকাতা ছাড়া আর কোনো দলের সামনেই তাদেরকে ধরার সুযোগ নেই।
চেন্নাই সুপার কিংস : ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শেষ তিন ম্যাচে গুজরাট, রাজস্থান ও ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। সেই তিন ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৮। লখনউ এবং হায়দরাবাদেরও সুযোগ আছে চেন্নাইকে পেছনে ফেলার। তাই লখনউ কিংবা হায়দরাবাদ, যাতে একটি ম্যাচে হারে সেই প্রত্যাশাই করতে হবে চারবারের চ্যাম্পিয়নদের।
সানরাইজার্স হায়দরাবাদ : ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে হায়দরাবাদ। সোমবার (৬ মে) নিজেদের সবশেষ ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে হেরে প্লে-অফের দৌড়ে বড় ধাক্কা খেয়েছে প্যাট কামিন্সের দল। শেষ তিন ম্যাচে লখনউ, গুজরাট ও পঞ্জাবের বিপক্ষে খেলতে হবে তাদের। এর মধ্যে লখনউর বিপক্ষে ম্যাচটি হবে বাঁচামরার লড়াই। এই ম্যাচে হারলেই প্লে-অফের দৌড়ে কঠিন সমীকরণ মেলাতে হবে তাদের। আর গ্রুপ পর্বে চেন্নাই কোনো ম্যাচে হারলে, সেটিও হায়দরাবাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে।
লখনউ সুপার জায়ান্টস : সমান ম্যাচে হায়দরাবাদের সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.৩৭১) পিছিয়ে টেবিলের পাঁচে লখনউ। নিজেদের বাকি তিন ম্যাচে হায়দরাবাদ, দিল্লি ও মুম্বাইয়ের মোকাবিলা করবে তারা। তবে এই তিন ম্যাচে জয় পেলেও প্লে-অফ নিশ্চিত না তাদের। জয়ের পাশাপাশি নেট রানরেটের সমীকরণও মেলাতে হবে। সেই সঙ্গে চেন্নাই ও হায়দরাবাদের পরাজয়ের প্রত্যাশাও করতে হবে।
দিল্লি ক্যাপিটালস : ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে দিল্লি। তবে এখনও প্লে-অফের স্বপ্ন জিইয়ে রেখেছে ঋষভ পান্থের দল। নিজেদের শেষ তিন ম্যাচে রাজস্থান, ব্যাঙ্গালুরু ও লখনউয়ের মুখোমুখি হবে তারা। প্লে-অফের সমীকরণে টিকে থাকতে এই তিন ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সেই সঙ্গে নেট রানরেটের হিসেব তো থাকছেই। পাশাপাশি চেন্নাই ও লখনউয়ের হারের প্রত্যাশাও করতে হবে। তাহলেই প্লে-অফে উঠতে পারবে তারা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : প্লে-অফের দৌড়ে নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে বিরাট কোহলিদের। শেষ তিন ম্যাচে পঞ্জাব, দিল্লি ও চেন্নাইকে হারালে ১৪ পয়েন্ট হবে তাদের। আর প্রত্যাশা করতে হবে চেন্নাই, হায়দরাবাদ ও লখনৌ যাতে একটির বেশি ম্যাচে জয় না পায়। তাহলেই শেষ চারে উঠার পথ সম্মুখ হবে তাদের।
পঞ্জাব কিংস : ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকা পঞ্জাব নিজেদের শেষ তিন ম্যাচে ব্যাঙ্গালুরু, রাজস্থান ও হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে। এই তিন ম্যাচে জয়ের পাশাপাশি চেন্নাই, হায়দরাবাদ, লখনউ এবং দিল্লির হারের প্রত্যাশাও করতে হবে তাদের। আর নেট রানরেটের জটিল সমীকরণ মেলাতে পারলেই প্লে-অফের স্বপ্ন জিইয়ে থাকবে পঞ্জাবের।
মুম্বাই ইন্ডিয়ানস : টানা ৪ ম্যাচে হারের বৃত্তে থাকা মুম্বাই নিজেদের সবশেষ ম্যাচে জয় পেয়েছে। এই জয়ে টেবিলের ৯-এ উঠে এসেছে তারা। তবে প্লে-অফে স্বপ্নটা বেশ কঠিনই বটে। কেননা, বাকি দুই ম্যাচে ম্যাচ কলকাতা ও লখনউয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের। নিজেদের দুই ম্যাচে জয়ের পাশাপাশি চেন্নাই, হায়দরাবাদ ও লখনউর সব ম্যাচে হারের প্রত্যাশা করতে হবে তাদের। একই সঙ্গে দিল্লির এক ম্যাচে জয়ের প্রত্যাশাও করতে হবে।
গুজরাট টাইটান্স : পয়েন্ট টেবিলের একদম তলানিতে গুজরাট। নিজেদের শেষ তিন ম্যাচে চেন্নাই, কলকাতা ও হায়দরাবাদের মোকাবিলা করবে তারা। কাগজে-কলমের হিসেবে প্লে-অফের আশা থাকলেও নানান জটিল সমীকরণ মেলাতে হবে বর্তমান রানার্স-আপদের। নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের হারের প্রত্যাশাও করতে হবে। আর এক ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে প্লে-অফ স্বপ্ন।
প্রসঙ্গত, গতকাল দিল্লি ক্যাপিটালস জয়ের সঙ্গে সঙ্গে চলতি আইপিএল আরও জমে গিয়েছে। আজ, বুধবার সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে প্যাট কামিংসের শিবিরকে। দুটো দলের কাছেই এই ম্য়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে অফের দৌড়ে থাকতে হলে জিততেই হবে এই দলগুলোকে। এদিন হায়দরাবাদ বনাম লখনউ-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।