ম্যাজিক রিয়ালিজম, সাহারায় ফের শিহরন।

Monday, January 25 2021, 10:15 am
ম্যাজিক রিয়ালিজম, সাহারায় ফের শিহরন।
highlightKey Highlights

আটলান্টিক মহাসাগর এবং লোহিত সাগরের ঠিক মাঝখানে অবস্থিত বিশ্বের বৃহত্তম মরুভূমি "সাহারা মরুভুমি"। ১৯৭৯, ২০১৬ ও ২০১৮ সালের পর ২০২১; সবমিলিয়ে ৫০ বছরে মোট ৪ বার সাহারাতে তুষারপাতের স্বাক্ষী হল মরুবালি। আফ্রিকার উত্তর দিকে প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। যার এইন সেফরা (Ain Sefra) অঞ্চলে উপরের দিকেই এই তুষারপাত হয়। বরফপাতের দিন সেখানে রাতে তাপমাত্রা নেমেছিল -৩ ডিগ্রি সেলসিয়াসে। মোট কথা সাহারায় শিহরন দেখে উল্লসিত হয়ে এক আলোকচিত্রী ক্যামেরা বন্দি করেছেন সেই ছবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File