Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার প্রস্তাব ICCর, রাজি করাতে PCBকে দেওয়া হতে পারে ইনসেন্টিভও

Tuesday, November 26 2024, 1:07 pm
Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার প্রস্তাব ICCর, রাজি করাতে PCBকে দেওয়া হতে পারে ইনসেন্টিভও
highlightKey Highlights

ICC সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে আগামী মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।


চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত তা আগেই জানিয়ে দিয়েছিলো BCCI। এরপর প্রশ্ন উঠেছে আদৌ পাকিস্তানে এই টুর্নামেন্ট হবে কি না। এই আবহে ICC সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে আগামী মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আর সেই বৈঠকেই নাকি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার জন্য প্রস্তাব দেওয়া হবে PCBকে। আর্থিক সংকটে ভুক্ত পাকিস্তান যাতে রাজি হয়ে যায় তার জন্য দেওয়া হতে পারে বিশেষ 'উপহার' তথা ইনসেন্টিভ হিসেবে বাড়তি টাকাও!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File