T20 WC | ভারত থেকে ম্যাচ সরানোর দাবি, বাংলাদেশের দাবি ‘ভিত্তিহীন’ বলল ICC!

Saturday, January 10 2026, 2:40 pm
T20 WC | ভারত থেকে ম্যাচ সরানোর দাবি, বাংলাদেশের দাবি ‘ভিত্তিহীন’ বলল ICC!
highlightKey Highlights

সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনও কাটেনি বাংলাদেশের ভারতে ম্যাচ খেলতে আসা নিয়ে জট।


সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনও কাটেনি বাংলাদেশের ভারতে ম্যাচ খেলতে আসা নিয়ে জট। তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে IPL থেকে সরিয়ে দিয়েছে BCCI। এর পরেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসবে না বলে জানিয়েছে তারা। ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর জন্য আবেদনও করেছে ICCর কাছে। কিন্তু বাংলাদেশের এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে ICC। ICC এর এক কর্তা বলেন, ‘ম্যাচ সরাতে হলে নিরাপত্তা নিয়ে সঠিক কারণ দেখাতে হয়। ম্যাচের ভেন্যুতে সিকিউরিটি টিম পাঠানোর পরে সেই রিপোর্টের ভিত্তিতে আবেদন করতে হয়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File