ICC-Shreya Ghosal | ওয়ানডে বিশ্বকাপের আসর মাতাবে শ্রেয়ার ‘ব্রিং ইট হোম’, নতুন অ্যান্থেমে ‘পেপটক’ হরমনদের

Friday, September 19 2025, 4:59 pm
highlightKey Highlights

শ্রেয়া ঘোষালের সুরের মূর্ছনার সঙ্গে র‍্যাপের মিশেলে জমজমাট অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’ এবার বিশ্বকাপের সময় স্টেডিয়াম মাতাবে।


আগামী ৩০শে সেপ্টেম্বর ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। তার কয়েকদিন আগে বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি। গায়িকা শ্রেয়া ঘোষালের কণ্ঠে র‍্যাপের মিশেলে জমজমাট অ্যান্থেম সং ‘ব্রিং ইট হোম’ স্টেডিয়াম মাতাবে। আইসিসির তরফে ঘোষণা করা হয়েছে, ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানেও গুয়াহাটিতে গান গাইবেন শ্রেয়া। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File