Champions Trophy | 'ভারতকে রাজি করানোর দায়িত্বটা নিতে হবে আইসিসিকেই'! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাল ছাড়ল পিসিবি
Wednesday, July 24 2024, 11:59 am
Key Highlightsচ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার বিষয়ে ভারতকে বোঝানোর ভার নিতে হবে আইসিসিকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার বিষয়ে ভারতকে বোঝানোর ভার নিতে হবে আইসিসিকেই।পাকিস্তানের মাটিতে আয়োজিত হচ্ছে ‘মিনি বিশ্বকাপ’। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যেতে নারাজ।এই পরিস্থিতি ২২ জুলাই বিসিসিআই এবং পিসিবির কথা হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষমেশ দুপক্ষের কোনও কথাবার্তা হয়নি। বরং পিসিবি শুধু আইসিসির কাছে টুর্নামেন্টের খসড়া সূচি,বাজেটের তথ্য জমা দিয়েছে। পিসিবির এক কর্তার দাবি, “মৌখিকভাবে টুর্নামেন্টের বাজেটের খরচ দিতে রাজি হয়েছে আইসিসি। ভারতকে রাজি করানোর দায়িত্বটা নিতে হবে আইসিসিকেই।

