National Cricket League | শাস্তির মুখে আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগ! NCLকে নিষিদ্ধ ঘোষণা ICCর

Tuesday, December 10 2024, 9:53 am
highlightKey Highlights

আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষিদ্ধ করলো ইসিসি। ভবিষ্যতে টি টোয়েন্টি ও টি টেন লিগও আয়োজন করতে পারবে না তারা।


নিয়ম ভঙ্গ সহ একাধিক কারণে শাস্তির মুখে পড়তে হল NCLকে। আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষিদ্ধ করলো ICC। ভবিষ্যতে টি টোয়েন্টি ও টি টেন লিগও আয়োজন করতে পারবে না তারা। নিয়ম অনুযায়ী, কোনও দেশের ক্রিকেট লিগে অন্তত ৭ জন দেশীয় ক্রিকেটার খেলাতে হয়। কিন্তু ICCর বক্তব্য অনুযায়ী আমেরিকার লিগে এই নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হয়নি। একাধিকবার ৬ থেকে ৭ বিদেশি প্লেয়ারকে খেলতে দেখা গিয়েছে। এছাড়াও পিচ নিয়েও রয়েছে অভিযোগ। পাশাপাশি আমেরিকার অভিবাসন নিয়ম লঙ্ঘনের মতো সমস্যাও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File