IAF Shubhanshu Shukla | দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেবেন IAF শুভাংশু শুক্লা! NASAর মিশনে হবেন পাইলট!
Saturday, April 5 2025, 3:04 pm

দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে নজির গড়তে চলেছেন IAF শুভাংশু শুক্লা।
দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে নজির গড়তে চলেছেন IAF শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেনকে গগনযান মিশনের জন্য সম্প্রতি 'প্রধান' নভোচর হিসেবে নির্বাচিত করেছে ISRO। এদিকে চলতি বছর মে মাসেই অ্যাক্সিওম মিশন ৪ লঞ্চ করবে NASA। সেই মিশনের পাইলট হিসেবে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বায়ুসেনার অফিসার শুভাংশু। এই মিশন ১৪ দিনের, ওই দিনগুলোয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকবেন মহাকাশচারীরা। উল্লেখ্য, শুভাংশু ছাড়াও ওই মিশনে নেতৃত্ব দেবেন NASAর প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন।