Hydrogen Train | প্রকাশ্য এলো 'হাইড্রোজেন ট্রেন'-এর ফার্স্ট লুক! ‘বন্দে ভারত’কে ছাপিয়ে যাবে পরিবেশ বান্ধব যান!

Wednesday, August 13 2025, 5:47 pm
highlightKey Highlights

নয়া সেই হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেশবাসীর কাছে প্রকাশ্যে এনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


দেশে চলবে সুপারফাস্ট হাইড্রোজেন ট্রেন। এদিন হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেশবাসীর কাছে প্রকাশ্যে এনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটি তৈরি হয়েছে। সেখানেই ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। অচিরেই আমজনতার পরিষেবার জন্য এই পরিবেশবান্ধব ট্রেন দেশে চালাবে রেল। ডিজেল এবং ইলেকট্রিক দু’টির মাল্টিপল ইউনিট রেকেই এই হাইড্রোজেন সেলকে যুক্ত করে এই ট্রেনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। ফলে দূষণের কোনো সম্ভাবনা নেই। এই ট্রেনের গতিবেগ হতে চলেছে ১৬০ কিমি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File