১৮ জন মহিলাকে খুন করার অপরাধে, হায়দ্রাবাদে পুলিশের জালে আটক সিরিয়াল কিলার
Wednesday, January 27 2021, 10:21 am
Key Highlights১৬ জন মহিলাকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমনকি তার পরেও ২ জন মহিলাকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হায়দরাবাদের সেই সিরিয়াল কিলারকে এ বার গ্রেফতার করল পুলিশ। খুন ছাড়াও, লুঠপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাচাকোণ্ডা পুলিশ এবং নর্থ জোন কমিশনারের টাস্কফোর্সের আধিকারিকদের যৌথ অভিযানে মঙ্গলবার মাইনা রামুলু নামের ৪৫ বছর বয়সি ওই সিরিয়াল কিলারের নাগাল মেলে। যে ১৬টি খুনের মামলা ছিল রামুলুর বিরুদ্ধে, তাতে নিহতেরা সকলেই মহিলা। সম্প্রতি সিদ্দিপেট কমিশানেরেটের অন্তর্গত মুলুগু থানা এবং গটকেশ্বর থানায় দাখিল হওয়া ২টি খুনের মামলায় তার নাম উঠে আসে। তাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- হায়দ্রাবাদ
- খুন
- পুলিশ
- গ্রেফতার

