Barasat । মাছ চাষের পুকুরে ভাসছে বস্তাবন্দি মানবদেহের টুকরো! তীব্র চাঞ্চল্য বারাসাতে

Sunday, December 29 2024, 2:18 pm
highlightKey Highlights

পুকুরে ভাসমান বস্তা থেকে উদ্ধার হল মানব দেহাংশ। রবিবার বারাসতের হৃদয়পুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


বারাসত পুরসভার হৃদয়পুর এলাকার এক মাছ চাষের পুকুর থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহাংশ। সূত্রের খবর, শনিবার রাত পৌনে বারোটা নাগাদ পাড়ার কয়েকজন যুবক ওই পুকুরের পাড়ে কয়েকটি কুকুরকে একটি বস্তা নিয়ে টানাটানি করতে দেখতে পায়। বস্তা থেকে মানুষের দেহের অংশ বেরিয়ে আসছে দেখে তারা বারাসত থানায় খবর দেয়। পুলিশ এসে বস্তা নিয়ে চলে যায়। রবিবার সকালেও একইভাবে আরও দুটি বস্তা পাড়ে ভেসে আসে বলে খবর। এঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File