রাজ্য

আগামী ১৫ মার্চ সোমবার শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বন্ধ থাকবে বেলুড় মঠ, অনুষ্ঠান সম্প্রচার নেটমাধ্যমে

আগামী ১৫ মার্চ সোমবার শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বন্ধ থাকবে বেলুড় মঠ, অনুষ্ঠান সম্প্রচার নেটমাধ্যমে
Key Highlights

করোনা অতিমারির প্রভাব এখনও শেষ হয়নি। তাই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিশেষ পদক্ষেপ করছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। জন্মতিথির অনুষ্ঠান রীতি মেনেই হবে। কিন্তু বন্ধ রাখা হবে বেলুড় মঠ। ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে উপস্থিত থাকবেন। বেলুড় মঠের ইউটিউব চ্যানেল তা সম্প্রচার করা হবে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। আগামী ১৫ মার্চ সোমবার, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। ওই দিন মঠের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির অনুষ্ঠান রীতি অনুযায়ী পালিত হবে। পুজো-সহ অন্যান্য অনুষ্ঠান ও বিকালে ধর্মসভার বক্তব্য নেটমাধ্যমে সম্প্রচারিত করা হবে| আগামী ২১ মার্চ রবিবার, সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। এবং ওই দিন‌ও বেলুড় মঠ বন্ধ থাকবে|