Howrah To Bardhaman Train । হাওড়া-বর্ধমান মেন লাইনে ধস! ধীর গতিতে চলছে ট্রেন
Friday, August 2 2024, 1:24 pm
Key Highlightsমেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ভূমি ধস নামে।
বৃষ্টির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ধস। জানা গিয়েছে, মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ভূমি ধস নামে। ধস নামার কারণে ওই এলাকা দিয়ে ট্রেন খুব ধীর গতিতে চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। লাইনের পাশে রয়েছে পুকুর। অতি ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে রেল লাইনের বলে আশঙ্কা।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- লোকাল ট্রেন
- ভূমিধস

