লাইফস্টাইল"মাস্কনে" -এর সমস্যা থেকে কিভাবে রাখবেন নিজের ত্বককে সুরক্ষিত, আসুন জেনে নেওয়া যাক তারই কিছু টিপস!
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এখন পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। দিনের বেশিরভাগ সময় যাদেরকে মাস্ক পরতে হয়, তাদের বেশিরভাগেরই মুখে ফুসকুড়ি, ব্রণ বা ত্বক শুস্ক হয়ে যাচ্ছে, এটাকেই "মাস্কনে" বলা হচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে প্রত্যেকের সর্বপ্রথম নজরে রাখতে হবে যেন মাস্কটা সুতির হয়। মাস্ক ব্যবহার করার পরে ভালো করে গরম জলে সেই মাস্ক পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি ক্লিন্সার দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে ত্বকে ময়েশ্চারাইজার ও ঠোঁটে পেট্রোলিয়াম জেল লাগাতে হবে, স্ক্র্যাবিং না করলে ভালো। মাস্ক পড়ার কারণে ত্বকে যথেষ্ট অক্সিজেন পৌছচ্ছে না তাই এসব সমস্যার উৎপত্তি, সেজন্য মেকআপ ব্যবহার না করলেই ভালো। নিজেকে সুন্দর রাখুন, সুরক্ষিত থাকুন।