New Year 2025 | ২০২৪ সাল পেরিয়ে ২০২৫ এ পা! নিউ ইয়ার পার্টি করেও কীভাবে সুস্থ্য থাকবেন? জানুন চিকিৎসকের থেকে

Tuesday, December 31 2024, 7:08 pm
highlightKey Highlights

অনেকেই বছরের শেষ রাতে হইহুল্লোড় বা পার্টি করে থাকেন। কিন্তু পার্টি করেও কীভাবে নিজেকে সুস্থ্য রাখবেন?


বর্ষপূর্তি উদযাপনে মেতে সকলে। ২০২৪ পেরিয়ে ২০২৫ এ পা। অনেকেই বছরের শেষ রাতে হইহুল্লোড় বা পার্টি করে থাকেন। কিন্তু পার্টি করেও কীভাবে নিজেকে সুস্থ্য রাখবেন? চিকিৎসকরা পরামর্শ দিয়ে বলেছেন, যারা মদ্যপান করবেন তারা একাধিক পানীয় না বেছে নিয়ে একটি পানীয়ে ভরসা রাখলেই ভালো। সঙ্গে ভাজা খাবার দূরে রাখলেই শ্রেয়। এর বদলে ফল, কেক ইত্যাদি ভালো। হ্য়াংওভার হলে কাটানোর সেরা পানীয় হল ফ্রেশ লাইম ওয়াটার। এছাড়া বরফ দেওয়া ঠাণ্ডা জল খাওয়া যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File