এবার বাড়িতেই পার্লার। থ্রেডিং-এ প্রয়োজন শুধু স্পুলি ও টুইজার
Friday, February 12 2021, 8:42 am

করোনা পরিস্থিতির আতঙ্ক থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি অনেকেই। প্রায় সবকিছু স্বাভাবিকভাবে খুলে গেলেও অনেক মহিলারাই এখনও পার্লারে যেতে চাইছেন না। তাদের সবথেকে বড় অসুবিধে হল 'থ্রেডিং'। খুব সোজা, এবার বাড়িতেই আপনি নিজেই দিতে পারেন সেই সৌন্দর্য্য। তার জন্য প্রয়োজন ভ্রু আঁচড়ানোর ব্রাশ বা স্পুলি বা মাস্কারা ব্রাশ, এবং সাথে ছোট একটা কাঁচি আর টুইজার, তাহলেই কেল্লাফতে। হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে প্রথমে দুই ভুরুতে ভালো করে ট্যালকম পাউডার লাগিয়ে নিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে । অতিরিক্ত রোমগুলিকে তুলে ফেলুন ।
- Related topics -
- লাইফস্টাইল
- চোখ
- পার্লার
- করোনা পরিস্থিতি