আপনার নিশ্চয়ই আধার কার্ড আছে, কিন্তু সেটাকে আপ-টু-ডেট রেখেছেন তো !
Monday, December 7 2020, 8:42 am

পরিচয় ও ঠিকানা প্রমানপত্র হিসেবে এখন দেশে আধার কার্ডের ওপর যেভাবে জোর দেওয়া হচ্ছে, তাতে শুধু আধার কার্ড না। আপনাকে সমস্ত দিক থেকে কার্ডটিকে আপ-টু-ডেট রাখতে হবে। তবে ঝঞ্ঝাটমুক্ত থাকবেন আপনি। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান আগামী মার্চ মাসের মধ্যে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক সুনিশ্চিত করার জন্য প্রতিটি ব্যাংককে নির্দেশ দিয়েছেন। ১২ ডিজিটের আধার নম্বর আধার কর্তৃপক্ষ দ্বারা ইস্যু হয়। এখানে কিছু সংশোধন বা আপডেট করতে হলে যেতে পারেন পোস্ট অফিস বা আপনার এলাকার কোনো আধার সেন্টারে।
- Related topics -
- ভারতবর্ষ
- আধার কার্ড
- ইউআইডিএআই