স্বাস্থ্য

ওষুধ ছাড়াই কোলেস্টেরল কমবে, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত খেতে হবে এই ফল

ওষুধ ছাড়াই কোলেস্টেরল কমবে, হৃদরোগের ঝুঁকি  কমাতে নিয়মিত খেতে হবে এই ফল
Key Highlights

ড্রাগনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। ড্রাগন ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি। যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

খাদ্য তালিকায় ড্রাগন থাকলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার থেকে ডায়াবেটিস প্রতিরোধে খুবই কার্যকরী এই ফল। গর্ভবতী মায়েরাও খেতে পারেন সুস্বাদু এই ড্রাগন ফল।

ড্রাগন ফল ক্যান্সারের সঙ্গে লড়াই করে। এই ফলে ক্যারোটিন নামক উপাদান রয়েছে, যা শরীরে থাকা টিউমারকে ধ্বংস করে।রোগ প্রতিরোধের সমস্ত ক্ষমতাই রয়েছে এই ড্রাগন ফলে। বিশেষত প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ড্রাগন ফলে। এই ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে। নিয়মিত এই ফলটি খেলে আপনার শরীর স্বাস্থ্য ভাল থাকবে।প্রতিদিনের খাদ্যতালিকায় ড্রাগন ফল রাখুন। ড্রাগন ফলে আঁশের পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলে পরিপাক প্রক্রিয়া ঠিক ভাবে কাজ করে।

কখনও কখনও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে। যার থেকেই স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাওয়ার খেলে যে কোনও সময়ে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে।নিয়মিত ফল, টাটকা শাক-সব্জি অবশ্যই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন ড্রাগন ফল। তাহলেই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল । 


Lionel Messi in Kolkata | যুবভারতীতে ভাঙচুর, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড! একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Delhi Air Pollution | রাজধানী দিল্লি পরিণত হয়েছে গ্যাস চেম্বারে, বায়ুর AQI পৌঁছেছে ৩৮২-তে!
Maharastra | স্বপ্নে মৃত মায়ের 'ডাক', নোট লিখে আত্মহত্যা দশম শ্রেণীতে ৯২ শতাংশ পাওয়া কিশোরের!
Ram Mandir Chief Priest | প্রয়াত অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত সত্য়েন্দ্র দাস!
ISRO INSAT-3DS | আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত তথ্য দেবে ইসরোর 'Naughty Boy'! মহাকাশে কৃত্রিম উপগ্রহ নিয়ে যাচ্ছে GSLV F14!
LPG Gas Rate and KYC | বড়দিনের আগে কমলো এলপিজি গ্যাসের দাম! বায়োমেট্রিকের কাজ না করালে কি সত্যিই পাবেন না ভর্তুকি?
Cyclone Michaung Update | আজই ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘মিগজ়াউম’ এর! ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইছে ঝোড়ো হাওয়া! বঙ্গের ১১টি জেলাতেও জারি সতর্কতা!