Donald Trump | 'প্রতিশোধ নেব'- সিরিয়ার জঙ্গি হামলার কড়া জবাব দেওয়া হবে, হুঙ্কার ট্রাম্পের!

Sunday, December 14 2025, 4:44 am
highlightKey Highlights

বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও এই হামলার পরে ফুঁসছেন, দাবি ট্রাম্পের।


বাশার আল আসাদ সরকারের পতনের পরে প্রথমবার সিরিয়ায় জঙ্গি হামলা হলো। শনিবার সিরিয়ার পালমিরা শহরের কাছে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে রয়েছে ‘ইসলামিক স্টেট’ (ISIS) জঙ্গি গোষ্ঠী। শনিবার এই হামলা প্রসঙ্গে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তিন শহিদের মৃত্যুতে শোকপ্রকাশ করছি। আমরা এর প্রতিশোধ নেব। যে তিন সৈনিক এই হামলায় আহত হয়েছিলেন, তাঁরা এখন ভালো আছেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File