Bangladesh | তীব্র ভারতবিদ্বেষ! বাংলাদেশের পাবনায় বদলানো হলো সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম!

পাবনার সরকারি কলেজ এডওয়ার্ডের এক ছাত্রীআবাসের নাম ছিল সুচিত্রা সেনের নামে। এবার সেই নাম বদলে ফেলা হল।
বদলের বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে ভারতবিদ্বেষ। এডওয়ার্ডে এক ছাত্রীআবাসের নাম ছিল দুই বাংলার জনপ্রিয় মহানায়িকা সুচিত্রা সেনের নামে। এবার সেই নাম বদলে ফেলা হলো। ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’ বদলে নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’। বদলানো হয়েছে আরো দুটি ছাত্র এবং ছাত্রী নিবাসের নামও। মঙ্গলবার পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ পরিবর্তিত নামফলক উন্মোচন করেছেন। উল্লেখ্য, মহানায়িকা জন্মসূত্রে পাবনার মেয়ে ছিলেন। পাবনার ভূমিকন্যা সুচিত্রা সেনের নাম তুলে নেওয়ায় ক্ষুদ্ধ বাসিন্দাদের একাংশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিনোদন
- সুচিত্রা সেন