Kho Kho World Cup | খো খো বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ভারতের! ৪২-৩৭ ব্যবধানে নেপালকে বধ করলো ভারতের পুরুষ দল
সোমবার নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় খো খো বিশ্বকাপের।
খো খো বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ভারতের পুরুষ দলের! প্রথম ম্যাচে প্রতীক ওয়াইকার নেতৃত্বে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল নেপালের। ম্যাচে নেপালকে ৪২:৩৭ ব্যবধানে হারিয়ে জয় পায় তারা। প্রসঙ্গত, সোমবার নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় খো খো বিশ্বকাপের। এবারের আয়োজক দেশ খোদ ভারত। এই প্রতিযোগিতায় মোট ৬টি মহাদেশের ২১টি দেশের পুরুষ দল ও ২০টি মহিলা দল অংশ নিয়েছে। দলগুলিকে মোট ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, প্রতিটিতে ৫টি দল রয়েছে।