দেশ

Air India Robbery | এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে অবাধ লুটপাট চালালো ডাকাতরা, চাঞ্চল্য গুরগাঁওয়ে

Air India Robbery | এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে অবাধ লুটপাট চালালো ডাকাতরা, চাঞ্চল্য গুরগাঁওয়ে
Key Highlights

বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। এয়ারহস্টেসদের এক কোণে দাঁড় করিয়ে লুটপাট শুরু করে ডাকাতেরা।

সম্প্রতি এয়ারহস্টেসদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে এয়ার ইন্ডিয়া। প্রশিক্ষণ চলাকালীন এয়ারহস্টেসদের কোথায় রাখা হবে, সেই সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি রয়েছে এয়ার ইন্ডিয়ার। সেই সূত্রেই একটি ব্যাচকে সেক্টর ৪২-এ কোম্পানির নিজস্ব গেস্ট হাউজ়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। এয়ারহস্টেসদের এক কোণে দাঁড় করিয়ে লুটপাট শুরু করে ডাকাতেরা। ডাকাতির ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সমস্ত এয়ারহস্টেস সুস্থ আছেন। তাঁদের অন্য একটি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।