কন্যা (Virgo) রাশির জাতক, জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Friday, February 11 2022, 2:35 pm

আপনার কী কন্যা রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
Virgo (Aug. 23-Sept. 22)
স্বাস্থ্য :
আজ আপনার শরীর নিয়ে কষ্ট হবে।
দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :
প্রেমে একাকিত্ব আসতে পারে।
শুভ সংখ্যা :
৫৪
অর্থ :
আর্থিক দিক দিয়ে অবনতি ঘটতে পারে।
শুভ রং :
সবুজ
শুভ দিক :
পশ্চিম
শুভ রত্ন :
পান্না
কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।
বক্তব্য :
আজ ব্যবসার কাজ ভালো চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভালো হবে না। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে কোনও প্রভাবশালী ব্যক্তির বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য ব্যয় হবে।
- Related topics -
- রাশি ফল
- রাশি চক্র
- কন্যা রাশি
- হরোস্কোপ