কন্যা (Virgo) রাশির জাতক, জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Monday, February 28 2022, 12:38 pm
Key Highlightsআপনার কী কন্যা রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
Virgo (Aug. 23-Sept. 22)
স্বাস্থ্য :
আজ আপনার শরীর নিয়ে কষ্ট হবে।
দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :
দাম্পত্য জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে।
শুভ সংখ্যা :
৫৪
অর্থ :
আর্থিক দিক দিয়ে অবনতি ঘটতে পারে।
শুভ রং :
সবুজ
শুভ দিক :
পশ্চিম
শুভ রত্ন :
পান্না
কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।
বক্তব্য :
কাজের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। প্রিয়জনের রোগের জন্য মনঃকষ্ট ও অর্থ খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার কাজে সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন হতে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে।
- Related topics -
- রাশি ফল
- রাশি চক্র
- হরোস্কোপ
- কন্যা রাশি








