সিংহ (Leo) রাশির জাতক - জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Thursday, March 10 2022, 1:18 pm
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Leo (July 23-Aug. 22)

রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে তাই সাবধানে থাকুন।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

প্রেমের প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।

শুভ সংখ্যা :

৭৩

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন,ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File