মকর ( Capricorn) রাশির জাতক, জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Wednesday, March 2 2022, 2:59 pm
highlightKey Highlights

আপনার কী মকর রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি 

Capricorn (Dec. 22-Jan. 19)

স্বাস্থ্য :
Trending Updates

খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে।

দাম্পত্য জীবন :

প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই আপনার জন্য ভালো হবে।

শুভ সংখ্যা :

৮৬

শুভ রং :

গোলাপী

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন :

পান্না

মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির জাতকরা নিঃসঙ্গ থাকতে ভালোবাসে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসীন ভাব এদের চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। 

বক্তব্য :

খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File