খেলাধুলা

Hong Kong vs India | হংকংয়ের বিরুদ্ধে পেনাল্টিতে স্বপ্নভঙ্গ, আরও ক্ষীণ হল ভারতের ২০২৭ সালে এশিয়ান কাপে খেলার আশা!

Hong Kong vs India | হংকংয়ের বিরুদ্ধে পেনাল্টিতে স্বপ্নভঙ্গ, আরও ক্ষীণ হল ভারতের ২০২৭ সালে এশিয়ান কাপে খেলার আশা!
Key Highlights

গোলকিপার বিশাল কাইথ ৯৪ মিনিটে ফাউল করে বসেন হংকংয়ের ফুটবলার উদেবুলুজ়োরকে। এদিকে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্টেফান পেরেইরা।

শেষ মুহূর্তের ভুলে থাইল্যান্ডের পরাজিত টিম ইন্ডিয়া। ম্যাচ জুড়ে ভারত লড়াই জারি রাখলেও, শেষ মুহূর্তে পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয়। গোলকিপার বিশাল কাইথ ৯৪ মিনিটে ফাউল করে বসেন হংকংয়ের ফুটবলার উদেবুলুজ়োরকে। এদিকে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্টেফান পেরেইরা। এর পরে আর ম্যাচে ফিরতে পারেনি মানোলো মার্কেসের ভারত। ১:০ ফলে জয় পেল হংকং। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। এদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট সুনীলদের। প্রসঙ্গত, AFC এশিয়ান কাপের বাছাই পর্বে এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেও জয় অধরাই রইল ভারতের।