Nissan-Honda | নিসান মোটর কোম্পানি অধিগ্রহণ করবে হন্ডা? সামিল করা হতে পারে মিৎসুবিশি মোটরস কর্পোরেশনকেও
Thursday, December 19 2024, 2:47 pm
Key Highlightsনিসান মোটর কোম্পানি অধিগ্রহণের জন্য সংস্থাটিকে আলোচনার প্রস্তাব দিয়েছে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি।
দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢোকার পরিকল্পনা করছে তাইওয়ানের সংস্থা ফক্সকন। অন্যদিকে, নিসান মোটর কোম্পানি অধিগ্রহণের জন্য সংস্থাটিকে আলোচনার প্রস্তাব দিয়েছে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি। সম্প্রতি নিসানের সঙ্গে তাদের সম্ভাব্য সংযুক্তিকরণ নিয়ে আলোচনার কথা ঘোষণা করেছে দুই সংস্থা। আগামী ২৩ ডিসেম্বর দুই সংস্থাই সম্ভাব্য সংযুক্তিকরণ নিয়ে ঘোষণা করতে পারে। এই সংযুক্তিকরণ প্রক্রিয়ায় মিৎসুবিশি মোটরস কর্পোরেশনকেও সামিল করা হতে পারে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- হোন্ডা
- অন্যান্য

