ইতিহাসউত্তর কলকাতার চিৎপুরে অবস্থিত "সোনাগাছি", জানেন কি কিভাবে হল এই নামকরণ ?
নাম সোনাউল্লাহ শাহ চিশতী রহমাতুল্লাহ আলাই, তাঁর সারাজীবন দাঙ্গা-হাঙ্গামা করেই কেটে গেছে। তাঁর মৃত্যুর পর সে গাজী হয়েছে ও তাঁর মা স্মৃতিতে তৈরী করেছিল সোনাগাজীর মসজিদ, অবস্থান উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে। সেই মসজিদে এককালে ধনী-গরিব সকলেই আসতেন ওষুধ নিতে, পরিবর্তে সিন্নি চড়াৎ হত। কিন্তু, গাজীর বৃদ্ধা মা মারা যাওয়ার পর সে সব অলৌকিক কান্ড বন্ধ হয়ে যায়। ১৯৪৬ সালের দাঙ্গায় ভেঙে পরে সেই মসজিদ। যা বর্তমানে বিকৃত হয়ে সোনাগাছি নামে পরিচিত, যা এশিয়ার বৃহত্তম যৌনপল্লী।