Himachal Pradesh | রোগীকে মারধর, হিমাচলে বরখাস্ত ডাক্তার, প্রতিবাদে ধর্মঘটে নামলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা!

Saturday, December 27 2025, 2:18 pm
highlightKey Highlights

এ দিনের ধর্মঘটে মূলত হিমাচলের সরকারি হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরাই যোগ দিয়েছেন।


চলতি সপ্তাহে হিমাচলের আইজিএমসিতে এক রোগীকে মারধরের অভিযোগ ওঠে চিকিৎসক রাঘব নারুলার বিরুদ্ধে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রোগীকে কিল, চড়, ঘুষি মারছেন ডাক্তার। এরপরই অসদাচরণ, দুর্ব্যবহার এবং অনুচিত আচরণের অভিযোগে ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়। এই বরখাস্তের প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘট শুরু করেছেন হিমাচলের একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করেছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের দাবি, অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার না করলে ধর্মঘট চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File