ফের ধস নামে হিমাচল প্রদেশের কিন্নরে, বহু মৃত র আশঙ্কা ধ্বংসস্তূপে আটকে রয়েছে একাধিক গাড়ি
Wednesday, August 18 2021, 4:29 pm
Key Highlightsপ্রাকৃতিক দুর্যোগের শিকার হিমাচল প্রদেশ। প্রদেশের কিন্নরে ফের ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এক ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন অনেকেই। এমনকি বহু গাড়িও চাপা পড়ে রয়েছে ওই ধ্বংসস্তূপের নীচে। জানা যাচ্ছে, এদিন বেলা পৌনে একটা নাগাদ হঠাত্ই ধস নামে কিন্নরের রেকং পিও-শিমলা হাইওয়েতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের কয়েকটি দল। তাঁরা যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ শুরু করেছে।
- Related topics -
- প্রাকৃতিক দুর্যোগ
- ভূমিধস
- হিমাচল প্রদেশ
- উদ্ধারকার্য
- আইটিবিপি

