India Wildfire । লস অ্যাঞ্জলেসকে হার মানাচ্ছে হিমাচল, গত কয়েক দশকে ভারতে বেড়েছে দাবানল
Friday, January 10 2025, 4:30 am
Key Highlights
২০২৩:২৪ এ অ্যাঞ্জলেস দাবানলের সংখ্যা বেড়েছে ১৩৩৯ শতাংশ! আর জম্মু ও কাশ্মীরে জঙ্গলে আগুন লাগার সংখ্যা বেড়েছে ২৮২২ শতাংশ। উত্তরাখণ্ডে ২৯৩ শতাংশ।
লস অ্যাঞ্জলেসের দাবানল সম্প্রতি হতবাক করেছে বিশ্বকে। তবে রিপোর্ট বলছে দাবানলে পিছিয়ে নেই ভারতও। ভিজ়িবল ইনফ্রারেড ইমেজিং রেডিওমিটার স্যুইটের (ভিআইআইআরএস)রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে জঙ্গলে আগুন লাগার সংখ্যা বেড়েছে ২৮২২ শতাংশ। উত্তরাখণ্ডে ২৯৩ শতাংশ। গত এক বছরে নভেম্বর থেকে জুন অর্থাৎ যে সময়ে জঙ্গল সবচেয়ে বেশি শুকনো থাকে, সেই সময়েই সরকারি রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার নন ক্লাসড জঙ্গল আগুনে পুড়ে খাক হয়েছে।
- Related topics -
- দেশ
- লস এঞ্জেলস
- দাবানল
- ভারত
- অগ্নিকান্ড