Hillang Yajik | দেশের হয়ে সোনা জয় অরুণাচল প্রদেশের মেয়ের, বডি বিল্ডিংয়ে জোড়া পদক জিতলেন হিলাঙ্গ ইয়াজিক!

Monday, June 16 2025, 2:31 pm
Hillang Yajik | দেশের হয়ে সোনা জয় অরুণাচল প্রদেশের মেয়ের, বডি বিল্ডিংয়ে জোড়া পদক জিতলেন হিলাঙ্গ ইয়াজিক!
highlightKey Highlights

বডি বিল্ডিংয়ে দেশের হয়ে সোনা আনলেন অরুণাচল প্রদেশের মেয়ে, বডি বিল্ডার হিলাঙ্গ ইয়াজিক।


বডি বিল্ডিংয়ে দেশের হয়ে সোনা আনলেন অরুণাচল প্রদেশের মেয়ে, বডি বিল্ডার হিলাঙ্গ ইয়াজিক। ভুটানের থিম্পুতে আয়োজিত হওয়া ১৫ তম সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজ়িক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনা আনলেন হিলাঙ্গ। এখানেই শেষ নয়,এ বার সাউথ এশিয়ান বডি বিল্ডিং প্রতিযোগিতায় জোড়া পদক জিতেছেন তিনি। হিলাঙ্গ মেয়েদের মডেল ফিজ়িক্সে (১৫৫ সেমি পর্যন্ত) সোনা জেতেন এবং অন্য এক বিভাগে রুপো জেতেন। উল্লেখ্য, হিলাঙ্গই অরুণাচল প্রদেশের প্রথম মহিলা অ্যাথলিট যিনি কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফিজ়িক্স স্পোর্টসে সোনা জিতলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File