বিজ্ঞান ও প্রযুক্তি

Mars | মঙ্গল গ্রহে মিললো প্রায় দেড় লক্ষ টন জল! নতুন গবেষণা নিয়ে শোরগোল!

Mars | মঙ্গল গ্রহে মিললো প্রায় দেড় লক্ষ টন জল! নতুন গবেষণা নিয়ে শোরগোল!
Key Highlights

লাল গ্রহে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে জল রয়েছে। তাও আবার প্রায় দেড় লক্ষ টন।

মঙ্গলে জলের অস্তিত্ব রয়েছে বলে আগেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার মঙ্গল গ্রহ নিয়ে বড় তথ্য প্রকাশ করলো বিজ্ঞানীরা। লাল গ্রহে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে জল রয়েছে। তাও আবার প্রায় দেড় লক্ষ টন। নেচার জিওসায়েন্স জার্নালে একটি আন্তর্জাতিক গবেষক দলের এই  গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে ১৩.৫ মাইল উপরে বরফের এই স্তর তৈরি হয়। মঙ্গলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মনস-সহ আগ্নেয়গিরি অঞ্চলে বরফের পাতলা স্তর রয়েছে। বিজ্ঞানীরা এই প্রথম মঙ্গলের বিষুবরেখার এত কাছে বরফের আকারে জলের সন্ধান পেলেন।