কালীপুজো মণ্ডপে নো-এন্ট্রি, নিষিদ্ধ বাজি কেনাবেচা, কালীঘাট-দক্ষিণেশ্বর নিয়েও কড়া নির্দেশ হাইকোর্টে!

Friday, November 6 2020, 9:14 am
highlightKey Highlights

কালীপুজোয় বাজি বন্ধের আর্জিতে হাইকোর্টে মামলা দায় করা হয়। সেই মামলারই শুনানি ছিল বিচারপতি সঞ্জীব বন্দোপাধায় ডিভিশন বেঞ্চে। শুনানির পর কালীপুজো মণ্ডপেও নোএন্ট্রি-র পক্ষে মত দিল ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আসানসোলের কল্যাণেশ্বরীর মত বহু মন্দিরগুলিতে ভিড় নিয়ন্ত্রণ নিয়েও এদিন কড়া নির্দেশ দেয় আদালত। বিচারপতি জানান কোভিড বিধি মেনে ওই মন্দিরগুলিতে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, একসঙ্গে কতজন মন্দিরে প্রবেশ করবে, সবটা পুলিশ ঠিক করবে। হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, ৩০০ বর্গমিটারের কম এলাকার মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার দূরে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে। একসঙ্গে ১০ জন মণ্ডপে থাকতে পারবেন। আর ৩০০ বর্গমিটারের বড় মণ্ডপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File