Jammu-Kashmir | ফের জম্মু-কাশ্মীরে জারি জঙ্গি হামলার হাই এলার্ট! একাধিক বড় জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তায় হামলার পরিকল্পনা!
Friday, May 2 2025, 10:45 am

এখনও পহেলগাঁও হামলার জঙ্গিরা কেউ ধরা পড়েনি। এরই মধ্যে ফের জম্মু কাশ্মীরে জারি জঙ্গি হামলার হাই এলার্ট!
এখনও পহেলগাঁও হামলার জঙ্গিরা কেউ ধরা পড়েনি। এরই মধ্যে ফের জম্মু কাশ্মীরে জারি জঙ্গি হামলার হাই এলার্ট! সূত্রে খবর, NIA সহ ভারতের একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে জাতীয় সড়কে জঙ্গি হামলার জন্য হাই এলার্ট জারি করা হয়েছে। বলা হচ্ছে, বৈসরন উপত্যকায় যে হামলা ১০দিন আগে হয়েছে, তা সামগ্রিক পরিকল্পনার একটা অংশ মাত্র। বর্তমানে পাওয়া সূত্রের খবর অনুসারে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক সহ একাধিক বড় জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তার উপরে হামলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নাকা পোস্ট তৈরি করে চলছে চেকিং।