Kolkata Airport | ভারত পাক যুদ্ধের আবহে হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে!

Friday, May 9 2025, 6:22 am
highlightKey Highlights

বাতিল করে দেওয়া হয়েছে CISFর সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ২০টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে।


ভারত পাক যুদ্ধের আবহে হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে! জানা গিয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে CISFর সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ২০টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে কোন গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না বলেও খবর। জানা গিয়েছে, আজ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা নিয়ে ডিসি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ভিডিয়ো কনফারেন্স করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File