দেশ

Sikkim Heavy Rain | প্রবল বৃষ্টি এবং ভূমিধসে লন্ডভন্ড সিকিম, আটকে প্রায় ১৫০০ পর্যটক

Sikkim Heavy Rain | প্রবল বৃষ্টি এবং ভূমিধসে লন্ডভন্ড সিকিম, আটকে প্রায় ১৫০০ পর্যটক
Key Highlights

শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে। আর তার জেরেই সিকিমের নানা এলাকায় অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে পিটিআই সূত্রের খবর।

শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্রায় লণ্ডভণ্ড সিকিম। বেড়েছে তিস্তার জলস্রোত। সিকিমের একাধিক জায়গায় অতিবৃষ্টির জেরে ধস নেমেছে। পিটিআই সূত্রের খবর, ধসের জেরে রাস্তা বন্ধ হওয়ায় সিকিমের নানা এলাকায় অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন। মঙ্গনের পুলিশ সুপার দেৎচু ভুটিয়া জানিয়েছেন, লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক, লাচুংয়ে আটকে রয়েছেন ১৩৫০ জন পর্যটক। বৃহস্পতিবার সিকিমের মঙ্গন এলাকায় পর্যটকবোঝাই গাড়ি খাদে পড়েছিল। ২ জন জখম এবং ১ পর্যটকের মৃত্যু হয়। জলস্রোত বাড়ায় নিখোঁজদের তল্লাশি বন্ধ রয়েছে।