Weather | বেঙ্গালুরুতে তুমুল বর্ষণ! প্রযুক্তিনগরীতে ভাঙলো ১৩৩ বছর পুরনো রেকর্ড!

Tuesday, June 4 2024, 11:22 am
highlightKey Highlights

জুন মাসে বেঙ্গালুরুতে সর্বোচ্চ বৃষ্টি-সিক্ত দিনের ১৩৩ বছর পুরনো রেকর্ড ভেঙে গিয়েছে রবিবার বাগিচা শহরে।


বেঙ্গালুরুতে তুমুল বর্ষণে ভাঙলো ১৩৩ বছরের এক পুরনো রেকর্ড। জুন মাসে বেঙ্গালুরুতে সর্বোচ্চ বৃষ্টি-সিক্ত দিনের ১৩৩ বছর পুরনো রেকর্ড ভেঙে গিয়েছে রবিবার বাগিচা শহরে। আবহাওয়া দফতর বলছে, সেদিন ১১১ মি,মি বৃষ্টিপাত হয়েছে বেঙ্গালুরুতে। এর আগে ১৮৯১ সালের ১৬ জুন বর্ষণ হয়েছিল ১০১.৬ মি,মি। পরিসংখ্যান বলছে, বেঙ্গালুরুতে জুন মাসের গড় বৃষ্টিপাত ১১০.৩ মি,মি। ফলে গোটা মাসের গড় বর্ষণের 'কোটা' ও পূরণ করে দিয়েছে ২ জুন ২০২৪ সালের বর্ষণ। শহরে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে হাম্পিনগরে, বর্ষণের পরিমাণ ১১০.৫০ মি.মি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File