আবহাওয়া

WB Weather | কয়েক ঘন্টার মধ্যেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ শহর পার্শবর্তী এলাকায়!

WB Weather | কয়েক ঘন্টার মধ্যেই তুমুল বৃষ্টি কলকাতা-সহ শহর পার্শবর্তী এলাকায়!
Key Highlights

কলকাতা ও কলকাতার আশেপাশের এলাকায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও।

বিকেলেই কালো মেঘে ছেয়ে গেলো তিলোত্তমার গোটা আকাশ। আর কয়েক ঘন্টার মধ্যেই তুমুল বর্ষণে ভিজতে চলেছে শহর। আবহাওয়া দফতর সূত্রে খবর, কেবল কলকাতাই (Kolkata) নয়, শহরের পার্শবর্তী এলাকাতেও তুমুল বৃষ্টির সম্ভবনা রয়েছে।

ইতিমধ্যেই কেরলে (Kerala) বর্ষা (Monsoon) প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের ধারণা, আজ কিংবা আগামীকালের মধ্যেই উত্তরবঙ্গেও (North Bengal) বর্ষা পা রাখতে চলেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) কবে বর্ষা আসবে তা নিয়ে এখনও নিশ্চিত কিছু না জানা গেলেও, গত কয়েকদিন ধরেই প্রাক বর্ষায় ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগের কয়েক দিনের মতো আজও একই আবহাওয়ার  পূর্বাভাস দিলো হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী ১-২ ঘন্টার মধ্যেই ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতা ও কলকাতা পার্শবর্তী এলাকায়।

আবহাওয়াবিদ ড. সুজীব কর (Dr. Sujeev Kar) জানান, বর্তমানে দিন কয়েক ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে বৃষ্টিপাত হচ্ছে তা বর্ষার জন্য নয়। আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় 'বিপর্যয়ে'র (Cyclone Biparjay) কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত জানা না গেলেও, বর্ষা ঢুকতে দিন কয়েকের দেরী আছেই বলেই জানানা আবহাওয়াবিদ। ফলে চলতি মাস অর্থাৎ জুন মাস ধরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ পরিবর্তন হয়েছে। এর ফলেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। গোটা মাস জুড়েই এইরকম আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তাপমাত্রা এখনই খুব বেশি কমবে না।

ড. সুজীব কর, আবহাওয়াবিদ

জানা গিয়েছে, এদিন কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana), হাওড়া (Howrah) ও নদিয়া (Nadia) জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি প্রতিটি জেলাতেই ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। ইতিমধ্যেই কলকাতা ও দুই চব্বিশ পরগনার জন্য আগামী দু’ঘণ্টার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) এবং  হাওড়া ও নদিয়া জেলার জন্য আগামী তিন ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়াও বজ্রপাতের (Thunder) আশঙ্কা থাকায় সাধারণ জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও, দিনের বেলায় থাকছে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। তবে উত্তরবঙ্গে বর্তমানে বেশ স্বস্তিকর পরিবেশ। আগামী পাঁচ দিনে কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও মালদাতেও (Malda)।

উল্লেখ্য, আইএমডি (IMD) সূত্রে খবর, আগামী ১৬ই  জুন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। তবে তার আগেই গতি কমল ঝড়ের। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ, সোমবার অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে গতি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে বিপর্যয়। আপাতত গুজরাতের সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে (Gujarat's Saurashtra-Kutch Coast) অবস্থান  'বিপর্যয়'। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি পশ্চিম রেলওয়ের (Western Railway) তরফ থেকে বাতিল করা হয়েছে  ৬৭টি ট্রেন।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Sunil Chhetri Retirement | আবেগঘন ভিডিয়োবার্তা দিয়ে অবসরের ঘোষণা! ফিরে দেখা ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর ২১ বছরের বর্ণময় ফুটবল জীবন!
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download